ভেনেজুয়েলায় দুর্ধর্ষ মার্কিন অভিযানের পর নতুন করে আলোচনায় চীন–তাইওয়ান সংকট। ১৯৪৯ সাল থেকে তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে দ্বন্দ্বে লিপ্ত বেইজিং–তাইপে। চীন অঞ্চলটিকে নিজেদের অংশ বলে দাবি করলেও, শুরু থেকেই তাইওয়ান নিজেদেরকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মনে করে। কিন্তু ভূখণ্ডটি দখলে মাঝে- মধ্যেই তৎপরতা চালাচ্ছে বেইজিং। গেল বছরের ডিসেম্বরে সামরিক মহড়ার অংশ হিসেবে তাইওয়ানের জলসীমায় রকেট ছুড়ে চীন। এছাড়া, যুক্তরাষ্ট্রের পর অঞ্চলটি নিয়ে জাপানের সঙ্গেও দ্বন্দ্বে জড়ায় বেইজিং।
তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কারাকাসে হামলা ও স্ত্রীসহ নিকোলাস মাদুরোকে দেশ থেকে তুলে আনার পর, বিশ্ব মহলে আগ্রহ বাড়ছে তাইওয়ান ইস্যুতে। ওয়াশিংটনের মতো বেইজিংও তাইপেতে সামরিক হামলা চালিয়ে তাইওয়ানের শীর্ষ নেতা বন্দি করবে কি না এমন প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিশেষজ্ঞদের অভিমত, এখনও যুক্তরাষ্ট্র মডেলের সামরিক হামলা চালানোর মতো সক্ষমতা নেই চীনের।
ইন্সটিউট ফর ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি রিসার্চের সু তজু ইয়ুন বলেন, ‘তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বেশিরভাগই যুক্তরাষ্ট্র নির্মিত। তাই এগুলোর শনাক্ত ও জ্যামিং সক্ষমতা অনেক উন্নত। এছাড়া, তাইওয়ান তামসুই নদীর বিভিন্ন অংশে উচ্চ সক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র ও সেনা মোতায়েন করেছে। সুতরাং চাইনিজ আর্মির ডেল্টা ফোর্সের মতো হামলা চালানোর সক্ষমতা দেখি না। যদিও, তাইওয়ানের উচ্চমাত্রায় সতর্ক থাকা উচিত।
আরও পড়ুন :
এছাড়া, চীনের বড় ধরনের সামরিক অভিযান চালানোর পূর্ব অভিজ্ঞতা নেই বলেও মনে করেন বিশেষজ্ঞরা।
তাইওয়ানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির আইনপ্রণেতা চেন কুয়ান- টিং বলেন, ‘চাইনিজ কমিউনিস্ট পার্টির প্রকৃত যুদ্ধ অভিজ্ঞতা নেই। এ কারণে বেইজিং তাদের সেনা, নৌ ও বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে সামরিক মহড়ার সংখ্যা বাড়াচ্ছে। তবে এর সঙ্গে বাস্তব যুদ্ধের কোনো মিল নেই। এছাড়া, যুক্তরাষ্ট্রের মতো বড় ধরনের সামরিক হামলা চালালে চীনের সাফল্য পাওয়ার সম্ভাবনা কম। আমার মনে হয়, তাইওয়ান ইস্যুতে চীনের অন্য পরিকল্পনা আছে এবং তারা এটি অর্জনেই এগিয়ে যাচ্ছে।’
দক্ষিণ চীন সাগরে চীনের একচেটিয়া আধিপত্য ও তাইওয়ানে সম্ভাব্য চীনা হামলা প্রতিরোধে সাম্প্রতিক সময়গুলোতে জলসীমায় সামরিক মহড়া বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া, ফিলিপিনসের মতো আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গেও সামরিক তৎপরতা অব্যাহত রেখেছে ওয়াশিংটন।





