তাইওয়ান ইস্যুতে সামরিক নয়, ভিন্ন পথে হাঁটছে কি চীন?
ভেনেজুয়েলার মতো তাইওয়ান দখলে চীন হামলা চালাবে কি না এ নিয়ে সামনে আসছে নতুন বিশ্লেষণ। তবে যুক্তরাষ্ট্রের মতো এ ধরনের সামরিক অভিযানে পূর্ব অভিজ্ঞতা নেই চীনের। এজন্য তাইওয়ান ও ভেনেজুয়েলাকে একই মাপকাঠিতে বিবেচনা করা ঠিক হবে না বলেও মনে করেন বিশ্লেষকরা। সম্প্রতি চীনের হামলা মোকাবিলায় যথেষ্ট সামরিক সক্ষমতাও অর্জন করেছে তাইপে।