২০০৮ সালে ২৬ নভেম্বর ভারতের মুম্বাইতে সন্ত্রাসী হামলার ১৭ বছর পর দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র লালকেল্লায় গাড়ি বিস্ফোরণ। উত্তর প্রদেশ, হরিয়ানা, উত্তরাখাণ্ড, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কেরালা, কর্ণাটক পশ্চিমবঙ্গসহ বিহারে উচ্চ সতর্কতা জারি হলেও থমথমে পরিবেশ গোটা ভারত জুড়েই।
ঘটনার সূত্রপাত গতকাল (সোমবার, ১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। দিল্লির লালকেল্লার অদূরে এটি ট্রাফিক সিগন্যালে দাঁড়ায় সাদা রঙের একটি হুন্ডাই গাড়ি। লালকেল্লা মেট্রো স্টেশনেরে এক নম্বর গেটের কাছে এসে আচমকাই বিস্ফোরণ আর বেশ কয়েকজনের প্রাণহানি। পরে জানা গেছে ঘটনাস্থলে পৌঁছানোর লালকেল্লার পার্কিং লটে সাড়ে তিন ঘণ্টা দাঁড়িয়ে ছিল গাড়িটি। পুলিশের ধারণা এটি আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা।
স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে আমরা শুধুই মরদেহ পড়ে থাকতে দেখেছি। ১০টার মতো অ্যাম্বুলেন্স নিয়ে আমরা সেখানে যাই। আর চার থেকে পাঁচটা মরদেহ উদ্ধার করি।’
পরে সিসিটিভি ফুটজে দেখা গেছে গাড়ির ভেতরে থাকা সম্ভাব্য আত্মঘাতী বোমা হামলাকারীকে। পুলিশ দাবি করছে, হামলাকারী প্রায় তিন ঘণ্টা ধরেই অপেক্ষা করছিলেন গাড়িতে।
আরও পড়ুন:
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ওই হুন্ডাই গাড়ির মালিক ও সম্ভাব্য হামলাকারী একজন চিকিৎসক, যার সঙ্গে ফরিদাবাদের সন্ত্রাসী নেটওয়ার্কের সম্পর্ক আছে। হরিয়ানার ফরিদাবাদ থেকে ৩৬০ কেজি বিস্ফোরক উদ্ধার ও ভারত শাসিত জম্মু কাশ্মীরে পুলিশের অভিযানের সঙ্গে দিল্লির এ গাড়ি বিস্ফোরণের যোগাযোগ আছে বলেও দাবি করা হচ্ছে ওই প্রতিবেদনে।
বিস্ফোরণের পর দিল্লির লোক নায়ক হাসপাতালে বাইরে ভিড় করেন আহতদের স্বজনরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হামলার পেছনে সম্ভাব্য প্রতিটি কারণ অনুসন্ধানে তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
অমিত শাহ বলেন, ‘আমরা বিস্ফোরণের পেছনে থাকা সব কারণ খতিয়ে দেখার চেষ্টা করছি। তদন্তের ফলাফল হাতে আসলে আপনাদের বিস্তারিত জানানো হবে।’
বিহারের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণের আগের দিন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল শহরে এমন বোমা হামলা বিপাকে ফেলেছে ক্ষমতাসীন বিজেপিকে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মহলও। দূতাবাসে বিশেষ বার্তা দিয়ে ভারতে অবস্থানরত নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের।





