শক্তিশালী সাত দশমিক চার মাত্রার ভূমিকম্প কেঁপে উঠলো প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দুই দেশ ফিলিপিন্স ও ইন্দোনেশিয়া। স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) সকালে এ ভূমিকম্প হয়।
মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশ দু'টিতে। বাড়ি-ঘর, অফিস-আদালত, হাসপাতাল ও শপিং মল থেকে তাড়াতাড়ি করে বের হয়ে আসে বাসিন্দারা। শক্তিশালী ভূমিকম্পের পরেও বেশ কয়েকবার আফটার শকে আতঙ্কের মাত্রা বেড়ে যায় আরও কয়েকগুণ।
এর পরই সুনামি সতর্কতা জারি করা হয় ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় মিনাডানাও ও ইন্দোনেশিয়ায় উত্তরাঞ্চলীয় সুলাওয়েসি ও পাপুয়া অঞ্চলে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে যা অন্তত ৩০০ কিলোমিটার দূরে।
আরও পড়ুন:
আশঙ্কা করা হয়, সুনামিতে ফিলিপিন্সের উপকূলীয় এলাকায় ১০ ফুট ও ইন্দোনেশিয়া সাড়ে তিন ফুট পর্যন্ত উচ্চতায় জলোচ্ছ্বাস বয়ে যেতে পারে। ঘণ্টাখানেকের মধ্যে অবশ্য তুলে নেয়া হয় সুনামি সতর্কতা।
এ অবস্থায় ফিলিপিন্সে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ওয়াটার সার্ফিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র পোস্ট করে বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানান। এছাড়াও দ্রুত উদ্ধার অভিযান পরিচালনারও নির্দেশ দেন তিনি।
ফিলিপিন্সে গেলো সপ্তাহে সাত মাত্রার মাত্রার ভূমিকম্পকে ৭৪ জনের মৃত্যু হয়। আহত হন অন্তত পাঁচ শতাধিক।





