উত্তরাখণ্ডে মেঘ বিস্ফোরণে ভূমিধস, দুইজন নিখোঁজ

উত্তরাখণ্ডে ভূমিধস | ছবি: সংগৃহীত
0

ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে মেঘ বিস্ফোরণের কারণে অতিরিক্ত বৃষ্টি এবং ভূমিধসে অন্তত দুইজন নিখোঁজ হয়েছেন। স্থানীয়রা শঙ্কা করছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। পানির প্রবল স্রোতে পর্যটননির্ভর এলাকা মুহূর্তে কাঁদামাটিতে তলিয়ে গেছে। এরইমধ্যে স্থানীয় প্রশাসন বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে।

প্রাকৃতিক দুর্যোগের খাতায় নতুন করে নাম লিখিয়েছে ক্লাউডবার্স্ট বা মেঘ বিস্ফোরণ। ভারতের বেশ কয়েকটি রাজ্যে অতিরিক্ত মৌসুমি বৃষ্টিতে দেখা যায় এ মেঘ বিস্ফোরণ।

বায়ুমণ্ডলের আদ্রতা দ্রুত ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে এবং ঠাণ্ডা ও গরম বায়ুর সংঘর্ষে মেঘ আরও ভারী ও ঘন হয়ে ওঠে। এক পর্যায়ে এই ভারী মেঘ হঠাৎ ভেঙ্গে পড়ে এবং অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ পানি নেমে আসে। যা মেঘ বিস্ফোরণ নামে পরিচিত।

আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) ভোরে হঠাৎ করে এভাবেই ভারতের উত্তরাখণ্ডের দেরাদুন শহরে মেঘের বিস্ফোরণ ঘটে। শুরু হয় অতিরিক্ত বৃষ্টি, পানির তোড়ে ভেসে যায় পুরো শহর। কাদামাটি মিশ্রিত পানি ঢুকে পরে লোকালয়ে।

তীব্র পানির স্রোতে নাজেহাল অবস্থা হয়ে যায় বাড়ি-ঘর ও রাস্তা-ঘাটের। তলিয়ে যায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি মন্দির। ভেঙ্গে যায় কয়েকটি ব্রিজ। এতে শহরের যোগাযোগ ব্যাহত হয়।

আরও পড়ুন:

এ ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ অনেকে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা করছেন স্থানীয়রা। এছাড়াও উত্তরাঞ্চলের এ শহরটি পর্যটন নগরী হওয়ায় অনেক পর্যটক আটকা পড়েছে সেখানে। তবে বড় ধরণের ক্ষয়ক্ষতি এড়াতে এরইমধ্যে সাধারণ বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে স্থানীয় উদ্ধার কর্মীরা।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুশকর সিং ধামি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। নিখোঁজদের দ্রুত খুঁজে বের করার নির্দেশ দেন তিনি।

গত এপ্রিল থেকে এখনও পর্যন্ত উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৫ জন। আহত হন ১২৮ আর নিখোঁজ ৯৪ জন। বৃষ্টির জেরে মেঘ বিস্ফোরণ ও ভূমিধস দাপট দেখিয়েছে উত্তরকাশীর ধারালি-হরশিল, চামোলির থারালি, রুদ্রপ্রয়াগের চেনাগাড়, পউড়ির সাইনজি, বাগেশ্বরের কাপকোট ও নৈনিতালের একাধিক অঞ্চলে।

গেল সপ্তাহে দেরাদুনে বিপর্যস্ত অঞ্চল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘোষণা দেন ১২০০ কোটি টাকার ত্রাণ প্যাকেজের। এছাড়া নিহতের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়ারও ঘোষণা দেন তিনি।

এসএস