নেপালে পার্লামেন্ট ভবনে জেন-জির ‘হামলা’

পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষুব্ধ জেন-জিদের অবস্থান
পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষুব্ধ জেন-জিদের অবস্থান | ছবি: সংগৃহীত
0

নেপালের পার্লামেন্ট ভবনে ‘হামলা’ চালিয়েছে জেন-জিরা। আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। মূলত দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধের ঘটনায় বিক্ষোভ শুরু করে জেন-জিরা। বিক্ষোভে পুলিশের ছোড়া গুলিতে ৮ জন নিহত ও শতাধিক আহত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে দেয়া হয়। গত ৪ সেপ্টেম্বর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে।

গেট ভেঙে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের প্রবেশ |ছবি: সংগৃহীত

সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (৮ সেপ্টেম্বর) প্রথমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শুরু হলেও একপর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে সংঘাত শুরু হয়।

সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডু জেলা প্রশাসন কার্যালয় নতুন বাণেশ্বর ও এর আশপাশের এলাকায় কারফিউ জারি করে। স্থানীয় প্রশাসন আইনের ৬ নম্বর ধারায় সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ কার্যকর করার ঘোষণা দেয়া হয়।

পার্লামেন্টের সামনে পুলিশের সতর্ক অবস্থান |ছবি: সংগৃহীত

কারফিউয়ের আওতায় নতুন বাণেশ্বর চৌক থেকে পশ্চিম দিকে এভারেস্ট হোটেল ও বিজুলি বাজার আর্চ ব্রিজ পর্যন্ত এলাকা; পূর্বদিকে মিন ভবন ও শান্তিনগর হয়ে টিঙ্কুনে চৌক পর্যন্ত; উত্তরদিকে আইপ্লেক্স মল থেকে রত্ন রাজ্য সেকেন্ডারি স্কুল পর্যন্ত এবং দক্ষিণদিকে শান্তিনগর হয়ে শঙ্খমুল ব্রিজ অঞ্চল রয়েছে।

এএইচ