ফ্রিতে অর্থ দিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার পতাকা ও টাকা
দক্ষিণ কোরিয়ার পতাকা ও টাকা | ছবি: সংগৃহীত
0

দেশের জনগণকে ফ্রিতে অর্থ দিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। পণ্য কেনা বা সেবা গ্রহণে জনগণকে উৎসাহিত করার মাধ্যমে দেশের অর্থনীতিকে চাঙ্গা করাই এ জাতীয় প্রকল্পের উদ্দেশ্য বলে মন্তব্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

প্রকল্পের আওতায়, দক্ষিণ কোরিয়ায় বসবাসকারী সকল নাগরিককে এককালীন ১১০ ডলার করে দেয়া হবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এমনকি ব্যাংকের প্রাইজ বন্ডের মাধ্যমে প্রদান করা হবে এ অর্থ।

একমাত্র শর্ত, ঐ নাগরিককে অবশ্যই গেল জুনের ১৮ তারিখের আগে থেকে দক্ষিণ কোরিয়ায় বসবাস করতে হবে।

কোরিয়া হেরাল্ডের তথ্য বলছে, গেল শুক্রবার দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদে পাশ হওয়া ২৩ বিলিয়ন ডলারের সম্পূরক বাজেটের অংশ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অর্থ বণ্টনের প্রক্রিয়াটি আগামী ২১ জুলাই থেকে শুরু হয়ে চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

সেজু