চলছিল অগ্নিদিব্যের মতো ধর্মীয় আচার, যেখানে দেবীর আশীর্বাদ প্রাপ্তির আশায় জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন ধর্মপ্রাণ সনাতনরা। এমন সময়েই হঠাৎ ছুটোছুটি। আজ (শনিবার, ৩ মে) ভোররাতে কিছু বুঝে ওঠার আগেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ভিড়ের মাঝে থাকা হাজারও মানুষের মধ্যে।
ভারতের পশ্চিমউপকূলীয় রাজ্য গোয়ার শিরগাওঁ গ্রামে লাইরাই দেবী যাত্রার বিশাল ধর্মীয় সমাবেশে শুক্রবার যোগ দেন লাখো মানুষ। মহারাষ্ট্র-কর্ণাটক থেকে শুরু করে দূরদূরান্তের মানুষ উপস্থিত ছিলেন বার্ষিক এ আয়োজনে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তীব্র ভিড় থেকে হঠাৎ হাজারও মানুষ বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে সৃষ্টি হয় তুমুল বিশৃঙ্খলা।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন বলেন, ‘সেখানে কোনো ব্যবস্থাপনাই ছিল না। পুলিশও ঠিকভাবে দায়িত্ব পালন করেনি।’
পুলিশ অবশ্য বলছে, ঘটনাস্থলে এক হাজারের বেশি নিরাপত্তা সদস্য মোতায়েন করা ছিল। এমনকি, ড্রোন দিয়ে ভিড়ের মধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণও করা হচ্ছিল। তাই দুর্ঘটনার পর দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও জরুরি সেবাদান কর্মীরা। হতাহত অর্ধশতাধিক মানুষকে পাঠানো হয় নিকটস্থ হাসপাতালে। দুর্ঘটনার পর গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত হাসপাতাল পরিদর্শন এবং ভুক্তভোগীদের সাথে সাক্ষাৎ করেছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীসহ অনেকে।
গোয়ার উত্তরাঞ্চলীয় গ্রাম শিরগাওঁয়ে প্রতি বছর উদযাপিত হয় লাইরাই দেবী যাত্রা। হিন্দু ধর্মে প্রচলিত বিশ্বাসে দেবী পার্বতীর অবতার এবং গোয়ান লোকগাঁথার সাত বোন ও দেবীর একজন লাইরাই। ছন্দে ছন্দে ঢোল পিটিয়ে, ভক্তিমূলক জপ আর অগ্নিকুণ্ডের ওপর দিয়ে হাঁটাসহ নানা ব্যতিক্রমী ও প্রাণবন্ত আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবী লাইরাইয়ের আশীর্বাদধন্য হতে চান ভক্তরা।





