বিবিসির প্রতিবেদনে লেখা হয়েছে, গত ২৩ মার্চ ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি ফায়ার ট্রাক রাফাহরের কাছে ইসরাইলি হামলার শিকার হয়। যেখানে ঠাণ্ডা মাথায় ১৫ জনকে গুলি চালিয়ে খুন করা হয়।
নিহত এক প্যারামেডিকের মোবাইল ফোনের ভিডিও প্রকাশিত হয়েছে। চাঞ্চল্যকর এই ভিডিওতে দেখা যায়, আহতদের সহায়তার আহ্বানে সাড়া দেয়ার সময় গাড়িগুলোতে আলো জ্বলছিল।
তবে ইসরাইল শুরুতে দাবি করেছিল, ওই গাড়িবহর আলো না জ্বালিয়ে অন্ধকারে ‘সন্দেহজনকভাবে’ এগিয়ে আসায় সেনারা গুলি চালিয়েছিল। ওই যানগুলোর চলাচল নিয়ে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় বা সম্মতি ছিল না।
তবে তাদের মধ্যে অন্তত ছয় জন হামাসকে সহায়তায় যুক্ত ছিলো বলেও অভিযোগ করেছে আইডিএফ। যদিও এ বিষয়ে কোনো প্রমাণ তুলে ধরেনি তারা।
সম্প্রতি বালির নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধারের পর এটা নিয়ে তোলপাড় শুরু হয়। রেড ক্রিসেন্ট এবং অন্যান্য অনেক আন্তর্জাতিক সংস্থা বিষয়টির স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে।