সিএনএনের ভিডিও বলছে, বিক্ষোভে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। বেত লাহিয়াতে বিক্ষোভে তাদের স্লোগান ছিল, ‘হামাস ভাগো। এই যুদ্ধের শেষ চাই আমরা।’
গতকাল (মঙ্গলবার, ২৫ মার্চ) এই ধরনের প্রায় নয়টি হামাস বিরোধী বিক্ষোভ দেখা যায় উপত্যকার বিভিন্ন স্থানে।
গাজায় আগ্রাসন শুরুর পর এই প্রথম হামাসের বিরুদ্ধে এতো বড় বিক্ষোভে নেমেছে গাজার সাধারণ মানুষ। এই বিষয়ে এখনও কোন প্রতিক্রিয়া জানায়নি হামাস।