গেরুয়া রঙে সেজেছে দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দান। নতুন মুখ্যমন্ত্রীকে বরণ করে নিতেই দিল্লিতে জমকালো এই আয়োজন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকেই মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে একে একে জড়ো হতে থাকেন অতিথিরা। বেলা ১২টায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মতিতে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান।
শুরুতেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপির রেখা গুপ্তা। তার ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ ২৭ বছর পর দিল্লির মসনদ পুনরুদ্ধার করলো গেরুয়া শিবির। এর আগে, একটানা ১০ বছর দিল্লির ক্ষমতায় ছিল কেজরিওয়ালের আম-আদমি পার্টি।
রেখা গুপ্তার পর একে একে ২০টি রাজ্যের উপমুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠিত হয়। এছাড়াও, কপিল শর্মা, প্রভাস ভার্মা, আশিষ সুদ, পঙ্কজ সিংসহ ৬ জন এমএলএ হিসেবে শপথ নেন।
অনেকটা চমকপ্রদভাবেই গেল বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তার নাম ঘোষণা করে বিজেপি। যিনি জম্মু-কাশ্মিরের শ্রীনগরের শালিবার বাঘের বিধানসভার সদস্য। প্রথমবার বিধায়ক থেকে এক লাফে দিল্লির মুখ্যমন্ত্রী হলেন তিনি।
রেখা গুপ্তার শপথের মধ্য দিয়ে চতুর্থ নারী মুখ্যমন্ত্রী পেলো দিল্লি। এর আগে রাজধানী কাঁপিয়ে বেড়িয়েছেন বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দিক্ষিত ও আম আদমি পার্টির অতিশি।
জমকালো এই আয়োজনে অংশ নিয়েছেন প্রায় অর্ধশত ফিল্ম স্টার ও শিল্পপতি। রয়েছেন কূটনীতিবিদরাও। বিশাল এই আয়োজন কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা রাজধানীকে। মোতায়েন রয়েছে প্রায় ২৫ হাজার পুলিশ।