চরম অব্যবস্থাপনায় ভারতে উত্তরপ্রদেশে চলমান মহাকুম্ভ মেলায় প্রাণ বিসর্জন দিতে হচ্ছে বহু মানুষকে, হতাহতের সঠিক সংখ্যাও ধামাচাপা দেয়ার অপচেষ্টা চলছে, এমনকি ত্রিবেণি সঙ্গমস্থলের দূষিত পানিতে পুণ্যস্নান করতে বাধ্য করা হচ্ছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেসসহ বিরোধীদের এমন সব অভিযোগের তীরে বিদ্ধ হচ্ছে ক্ষমতাসীন বিজেপি।
সবশেষ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কাঠগড়ায় তুলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যুকূপের সঙ্গে তুলনার করার পর উত্তেজনা তুঙ্গে।
মমতাসহ বিরোধীদের এসব অভিযোগ ও সমালোচনার জবাব দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ৫৬ কোটির বেশি মানুষ ইতোমধ্যে পুণ্যস্নান করেছেন উল্লেখ করে তিনি বলেন, সব মিথ্যে প্রচারকে ব্যর্থ করে দিয়ে এভাবেই মহাকুম্ভকে সফল করছে ভক্তরা। আর তাদের বিশ্বাস নিয়ে মমতাসহ বিরোধীরা খেলছেন বলেও পাল্টা অভিযোগ তোলেন আদিত্যনাথ। এমনকি মহাকুম্ভে আসা যাওয়ার পথে দুর্ঘটনায় হতাহতদের নিয়ে নোংরা রাজনীতি চলছে বলেও মন্তব্য করেন তিনি।
ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, 'আমরা যখন আলোচনা করছি, তখন মহাকুম্ভে ৫৬ কোটি ২৫ লাখের বেশি মানুষ সঙ্গমে ডুব দিয়েছেন। ভারতের আস্থা বা মহাকুম্ভের বিরুদ্ধে যারা মন্তব্য করছেন, মিথ্যা ভিডিও দেখাচ্ছে, তারা ৫৬ কোটি মানুষের বিশ্বাস নিয়ে খেলছেন। ভিত্তিহীন অভিযোগ করছেন উনি। সনাতন ধর্মের সব থেকে বড় উৎসবের অপমান করেছে তৃণমূল।'
ত্রিবেণি সঙ্গমস্থলের দূষিত পানিতে পুণ্যস্নান করতে বাধ্য করা হচ্ছে, বিরোধীদের এমন দাবিও উড়িয়ে দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। পড়ে শোনান রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের প্রকাশিত প্রতিবেদনও। যার পরিপ্রেক্ষিতে দাবি করেন, প্রয়াগরাজের ত্রিবেণি সঙ্গমস্থলের পানি শুধু স্নান করার জন্যই না, পানি পান করার জন্যও নিরাপদ।
যোগী আদিত্যনাথ বলেন, 'ওখানকার সব পাইপ আর ড্রেন সুরক্ষিত। সঙ্গমে আশপাশে থাকা পাইপ ও ড্রেনের পানি শুদ্ধ করার পরই ছাড়া হয়। বর্তমানে প্রয়াগরাজের পানিতে বায়োকেমিক্যাল অক্সিজেন রয়েছে ৩-এর কম। দ্রবীভূত অক্সিজেনের মাত্রা রয়েছে আট থেকে নয়। অর্থাৎ ত্রিবেণি সঙ্গমস্থলের পানি শুধু স্নানের জন্যই নয়, পানি পানের জন্যেও সম্পূর্ণ উপযুক্ত।'
মূলত গেল ২৯ জানুয়ারি পদদলিত হয়ে মহাকুম্ভ মেলায় অন্তত ৪০ পুণ্যার্থীর প্রাণ গেলে সমালোচনা ও নানা অভিযোগের আঙুল উঠে উত্তরপ্রদেশ সরকারে দিকে। গেল শনিবার নয়াদিল্লি স্টেশনে ধাক্কাধাক্কিতে আরও ১৮ পুণ্যার্থীর প্রাণ গেলে ক্ষমতাসীনদের বিরুদ্ধে সমালোচনা ও অভিযোগের ঝড় তুলতে থাকে বিরোধীরা।
গেল ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। যা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।