বিজেপির ফ্রি সুযোগ-সুবিধার প্রতিশ্রুতিতে ভরসা রাখলেন দিল্লির ভোটাররা

এশিয়া
বিদেশে এখন
0

দিল্লীবাসীকে অরবিন্দ কেজরিওয়ালের ফ্রি সুবিধা দেয়ার টেকনিক দিয়েই বিধানসভার নির্বাচনে আম আদমি পার্টিকে কুপোকাত করলেন নরেন্দ্র মোদি। বিজেপির দেয়া ফ্রি সুযোগ-সুবিধার প্রতিশ্রুতির ছড়াছড়িতে এবার ভরসা রাখলেন দিল্লির ভোটাররা। আম আদমি পার্টির এতো বড় পরাজয়ের পেছনে কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং কংগ্রেসে সাথে সম্পর্কের ফাটলকেও অন্যতম কারণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিজেপি'র ট ছক্কায় দিল্লির বিধানসভার ক্ষমতায় হ্যাটট্রিক করার স্বপ্ন ধুলোর সঙ্গে মিশে গেলো আম আদমি পার্টির। টানা দুই মেয়াদ ধরে আধিপত্য থাকা অরবিন্দ কেজরিওয়াল-এর দলকে বড় ব্যবধানে হারিয়ে প্রায় ২৭ বছর পর দিল্লিতে বিজেপির প্রত্যাবর্তন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭০টি আসনের একটিতে জয় ছিনিয়ে আনতে না পারায় রাজ্যটিতে ভরা ডুবি হয়েছে কংগ্রেসের।

গুরত্বপূর্ণ এ রাজ্যটিতে দরিদ্র জনগণের জন্য বিনামূল্যে সুপেয় পানি থেকে শুরু করে বিদ্যুৎ সরবরাহের সুবিধা দেয়ার পরও কেনো আম আদমি পার্টির কাছ থেকে মুখ ফেরালেন ভোটাররা। এমন প্রশ্ন সর্বত্র। উত্তর খুঁজতে গিয়ে দেখা যায়, অরবিন্দ কেজরিওয়ালের ফ্রি সুবিধা দেয়ার টেকনিক দিয়েই তাকে কুপোকাত করলেন মোদি। অর্থাৎ আম আদমি পার্টি থেকেও কয়েক ধাপ বাড়িয়ে রাজ্যের মানুষকে অর্থ সহায়তা থেকে শুরু করে বিভিন্ন খাতে ফ্রি সেবা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো বিজেপি।

বিজেপি'র জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ বলেন, 'দরিদ্রদের জন্য কিছু করার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিজয়। যা তিনি ২৬ মে, ২০১৪ সাল থেকে করে আসছেন। এটি দরিদ্রদের তাঁর এজেন্ডার শীর্ষে নিয়ে আসার এবং তাদের জীবনে পরিবর্তন আনার নীতিরও বিজয়।'

বিজেপি'র কর্ণাটক রাজ্য সভাপতি বি. ওয়াই. বিজয়েন্দ্র বলেন, 'দিল্লির জনগণ উন্নয়নকে সমর্থন করে। উন্নয়নের জন্য তাদের নরেন্দ্র মোদীর নেতৃত্ব প্রয়োজন। এর জন্য দিল্লির জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আস্থা রেখেছেন।'

শুধু কি ফ্রি-র ছড়াছড়িতেই বিজেপি'র এই বিজয় হাসি, নাকি পেছনে আছে আরও কারণ?

কংগ্রেসের সাথে ঐক্যে ফাটল ধরিয়ে একা নির্বাচন করার সিদ্ধান্তের জন্যও দিল্লির ভোটে আপের খেসারত দিতে হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অর্থাৎ 'ইন্ডিয়া' জোটের দুই শরিক আপ এবং কংগ্রেসের ভোট কাটাকাটির ফলে ১৪টি আসনে জয় নিশ্চিত করে নিয়েছে বিজেপি।

দিল্লিতে হ্যাটট্রিক চান্স ফিকে হওয়ার পেছনে অরবিন্দ কেজরিওয়াল, তার ঘনিষ্ঠ সহযোগী মনীশ সিসোদিয়া এবং সৌরভ ভরদ্বাজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগেও বেশিরভাগ ভোটার আম আদমি পার্টির ওপর ভরসা হারিয়েছেন বলে মনে করা হচ্ছে।

এসএস