কন্টেন্ট নিয়ন্ত্রণ আইনের বিরুদ্ধে পাকিস্তানে সাংবাদিকদের বিক্ষোভ

এশিয়া
বিদেশে এখন
0

সামাজিক যোগাযোগমাধ্যমে কন্টেন্ট নিয়ন্ত্রণের ওপর একটি প্রস্তাবিত আইনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শত শত পাকিস্তানি সাংবাদিক। তাদের অভিযোগ, সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করা এবং ডিজিটাল মাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সরকার।

নতুন আইনে বলা আছে মিথ্যা বা ভুয়া তথ্য প্রচার করলে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ২০ লাখ রুপি জরিমানা হতে পারে। এই আইনের বিরুদ্ধে পাকিস্তান ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ইসলামাবাদ, করাচি ও লাহোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। অবিলম্বে বিলটি প্রত্যাহারে সরকারের কাছে দাবি জানায়। বিলটি সংসদে পাস হলেও রাষ্ট্রপতির এখনও স্বাক্ষর করেননি।

এএইচ