শঙ্খ, ঢাক-ঢোল আর উলুধ্বনিতে মুখর হয়ে আছে পূজামণ্ডপ। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় মেতেছে পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ। যদিও জীবনশক্তি ফুরিয়ে আসার দ্বারপ্রান্তে থাকা প্রবীণরা অনেক সময় রয়ে যান উদযাপনের বাইরে।
তবে বয়সের ভারে ম্রিয়মাণ ব্যক্তিদের কলকাতার বিভিন্ন পূজামণ্ডপ বাসে করে ঘুরিয়ে দেখানোর উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। ধর্মতলা সরকারি বাস ডিপো থেকে প্রবীণদের নিয়ে রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপে দেবী দর্শনে সহায়তা করবে ২২টি বাস। ৪২০ জন প্রবীণের পাশাপাশি এই উদ্যোগে অংশ নিতে পারবে দুই শতাধিক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুও।
মণ্ডপ ঘোরার পাশাপাশি সবার জন্য খাবার সরবরাহ করা হবে কলকাতা পুলিশের পক্ষ থেকে। যাদের হাত ধরে ঠাকুর দেখা, হাত ধরে তাদেরকে ঠাকুর দেখানোর আয়োজন সামনেও অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন রাজ্য পুলিশের নগর পাল।
কলকাতা পুলিশের নগর পাল মনোজ ভার্মা বলেন, 'আমরা সবসময় এনজয় করতে পারি। কিন্তু তাদের যদি কিছ সাহায্য করতে পারি। তারা যদি পূজাতে গিয়ে দেখেন, নন্দ করেন তাহলে আমাদের খুবই ভালো লাগে। ই চেষ্টাটা অনেক বছর ধরেই কলকাতা পুলিশের তরফ থেকে হচ্ছে।'
কলকাতা পুলিশের উদ্যোগে প্রবীণদের পূজামণ্ডপ ঘুরিয়ে দেখানোর এমন আয়োজনে খুশি কলকাতাবাসী।
শারদীয় দুর্গোৎসবের জন্য রাজ্যজুড়ে অতিরিক্ত ১০ হাজার সদস্য মোতায়েন করেছে কলকাতা পুলিশ।