এশিয়া
বিদেশে এখন
0

করাচিতে গাড়ি বিস্ফোরণে ২ চীনা নাগরিক নিহত, আহত ১০

পাকিস্তানের করাচি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অন্তত দুই চীনা নাগরিক নিহত এবং ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বিস্ফোরণের ধরণ ও কারণ জানতে না পারায় শহরটিতে আতঙ্ক বিরাজ করছে।

সাংবাদিকদের কাছে ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে বিস্ফোরণের দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি-বিএলএ।

প্রকৌশলীসহ বেশ কয়েকজন চীনা নাগরিকদের লক্ষ্য করে গাড়িটিতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ফিট করা হয়েছিল বলে জানিয়েছে জঙ্গি গোষ্ঠীটি।

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম এবং আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের স্বাধীনতা চাওয়া এই সশস্ত্র সংগঠনটি বিশেষভাবে চীনা স্বার্থকেই টার্গেট করে থাকে। বেলুচিস্তানে ইসলামাবাদের চালানো কর্তৃত্বে বেইজিং সহায়তা করে বলে অভিযোগ তাদের।

এফশি

এই সম্পর্কিত অন্যান্য খবর