এশিয়া
বিদেশে এখন
0

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ২৩ যাত্রীকে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে ২৩ জন যাত্রীকে হত্যা করেছে বন্দুকধারীরা। আজ (সোমবার, ২৬ আগস্ট) রাতে মহাসড়কে তল্লাশির নাম করে গাড়ি থেকে যাত্রীদের জোরপূর্বক নামিয়ে তাদের গুলি করা হয়।

বেলুচিস্তান প্রদেশের এই স্থানটিতে নিরাপত্তা বাহিনী সাধারণ সময়েই জাতিগত ও বিদ্রোহী গোষ্ঠীদের সহিংসতা সামাল দিয়ে আসছেন। এই হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি।

তাদের দেয়া তথ্র অনুযায়ী, এই হামলায় জড়িত ছিলেন ৩০ থেকে ৪০ জন। সংবাদমাধ্যম রয়টার্স জানায়, সশস্ত্র গোষ্ঠীটি সাধারণ পোশাকধারী সেনা কর্মকর্তাদের খোঁজ করছিলেন।

সন্ত্রাসী এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

tech