এশিয়া
বিদেশে এখন
0

প্রবল বৃষ্টি ভারতের মণিপুর রাজ্যে আকস্মিক বন্যা

প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের ত্রিপুরা রাজ্য। এরমধ্যেই রোববার (২৫ আগস্ট) ভারি বর্ষণে মণিপুর রাজ্যের বেশ কিছু অংশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এ রাজ্যের থাউবাল জেলায় চারটি আশ্রয়কেন্দ্র খেলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোয় এখন পর্যন্ত তিন শতাধিক ক্ষতিগ্রস্ত বাসিন্দা আশ্রয় নিয়েছেন। বেশিরভাগ ড্রেনেজ ব্যবস্থা অকেজো হয়ে পড়ায়, জলাবদ্ধতা তৈরি হয়ে অনেক গ্রাম ও শহর প্লাবিত হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করছে কর্তৃপক্ষ।

এছাড়া নদীর তীর ভাঙনে হিমালয়ের পাদদেশে থাকা অন্যান্য রাজ্যেও শত শত বাড়িঘর ও কৃষিজমি পানিতে তলিয়ে গেছে।

পরিস্থিতি অবনতির শঙ্কায় ত্রিপুরা, মিজোরাম, মনিপুর, নাগাল্যান্ডসহ নয় রাজ্যের বিভিন্ন জেলায় সোমবার (২৬ আগস্ট) পর্যন্ত রেড অ্যালার্ট জারি রয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে ডায়রিয়ার প্রকোপ ছড়িয়ে পড়ার শঙ্কায় নেয়া হচ্ছে ব্যবস্থা।

tech