এশিয়া
বিদেশে এখন
0

৬৮ বছরের মধ্যে ভয়াবহ বন্যার কবলে ত্রিপুরা রাজ্য

বন্যা ও ভূমিধসে এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যু

গেল ৬৮ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ভারতের ত্রিপুরা রাজ্য। বন্যা ও ভূমিধসে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের। বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা, গোমতী জেলা ও উনকোটি অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। রাজ্যের নানা প্রান্তে গড়ে তোলা হয়েছে সাড়ে ৪শ'র বেশি শরণার্থী শিবির। সেখানে অবস্থান করছেন অন্তত ৬৫ হাজার গৃহহীন মানুষ।

৫ দিনের টানা বৃষ্টিতে তলিতে গেছে ভারতের ত্রিপুরা রাজ্য। ধলাই, খোয়াই, দক্ষিণ, পশ্চিম ও উত্তর ত্রিপুরা এবং উনকোটির মতো রাজ্যের ৬ জেলায় নদীর পানি বইছে বিপৎসীমার ওপর দিয়ে। ভেসে গেছে গ্রামের পর গ্রাম, ফসলী জমি, এমনকি গরু-বাছুরও। সংকটে রাজ্যের ১৭ লাখ মানুষ।

রাজ্য প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল বর্ষণ ও বন্যায় গত ৫ দিনে ত্রিপুরার বিভিন্ন এলাকায় মোট ২ হাজার ৩২টি ভূমিধসের ঘটনা ঘটেছে। শুক্রবার হেলিকপ্টারে চড়ে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জানান, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে দাঁড়াবে রাজ্য।

বৃহস্পতিবার দু'টি বিমানে করে উদ্ধারকারী দল পাঠায় কেন্দ্রীয় সরকার। মোতায়েন করা হয়েছে আড়াইশ'র বেশি স্বেচ্ছাসেবক ও জরুরি সেবায় নিয়োজিত কর্মী। চলছে উদ্ধার কাজ। যদিও বৈরি আবহাওয়ায় ব্যহত হচ্ছে অভিযান। শনিবার পর্যন্ত রাজ্যের ৮ জেলায় লাল সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর।

এখনও বিপৎসীমার ওপর দিয়েই বইছে গোমতী আর খোয়াই নদী পানি। দক্ষিণ ত্রিপুরা জেলার দুটি এলাকায় আগামী দুদিন ভারী বৃষ্টির আশঙ্কা থাকলেও রাজ্যের অন্য এলাকায় হালকা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। গোটা রাজ্যে হলুদ সতর্কবার্তা জারি থাকবে রবিবার পর্যন্ত। তবে দক্ষিণের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকায় রোববার ওইসব অঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর