সাইক্লোনের গতি কমে গেলেও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে বাসিন্দাদের সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। বিশেষ করে পূর্ব উপকূলে তীব্র বাতাসের কারণে উপড়ে গেছে গাছ ও বৈদ্যুতিক খুঁটি। ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ সচল করা সম্ভব হবে না বলে জানাচ্ছে স্থানীয় গণমাধ্যম।
বৃষ্টির পানিতে তলিয়েছে প্রধান সড়কপথ। শনিবার (৮ মার্চ) ব্রিসবেনের উপকূলীয় অঞ্চলে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। এরই মধ্যে সরিয়ে নেয়া হয়েছে ব্রিজবন উপকূলবর্তী কয়েক লাখ বাসিন্দাকে।
এছাড়া কুইনসল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসের অন্তত ৪০ লাখ বাসিন্দাকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ।