এর আগে, শনিবার গাজার দারাজ শহরে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে হামলা চালায় ইসরাইল। এতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়।
বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চলানো এই হামলার নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে ইসরাইলি সেনারা গাজার আশ্রয়কেন্দ্রগুলোতে হামলা করেছে এমন অভিযোগ তুলে ওয়াশিংটনকে জবাদবিহিতার আওতায় আনার দাবি জানাচ্ছে তারা।