এশিয়া
বিদেশে এখন
0

পরমাণু ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে টোকিওতে ত্রিপক্ষীয় বৈঠক

পরমাণু ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বিভাগের প্রধানের সাথে বৈঠক করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। রোববার জাপানের টোকিওতে এই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ১৫ বছর পর পূর্ব এশিয়ার দুই দেশ জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে আলোচনায় বসলো যুক্তরাষ্ট্র।

এ সময় এশিয়ার অন্যতম পরাশক্তি চীন ও উত্তর কোরিয়াকে উপযুক্ত জবাব দিতে একযোগে কাজ করার আহ্বান জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

এছাড়া মস্কো ও পিয়ংইয়ং এর মধ্যে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা বৃদ্ধি পাওয়ায় এক যৌথ বিবৃতিতে এ নিয়ে উদ্বেগ জানান তিন দেশের প্রতিরক্ষা প্রধান। বিশেষ করে, ইউক্রেনে আগ্রাসন চালাতে উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র সহায়তা দিচ্ছে এমন অভিযোগ ওঠার পরপরই এই বৈঠক আয়োজিত হল।