ট্রাম্প এবং ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ যুক্তরাষ্ট্রে

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর উপদেষ্টা ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয়েছে দেশটিতে।

গতকাল (শনিবার, ৫ এপ্রিল) 'হ্যান্ডস অফ' নামে এ বিক্ষোভ হয় যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যেই। 

মূলত ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই, শুল্কারোপ এবং নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগসহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে এ বিক্ষোভ হয়।

শুল্কারোপের পর শেয়ার বাজারে ধস নামায় দ্রুত শুল্কনীতি পরিবর্তনের দাবিও জানান তারা। 

এদিকে সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব পাওয়ার পর মার্কিন কেন্দ্রীয় সরকারের ২৩ লাখ কর্মচারীর মধ্যে দুই লাখের বেশি পদ শূন্য করেছেন ইলন মাস্ক। এটিও মেনে নিতে পারছে না যুক্তরাষ্ট্রের মানুষ।

গণতন্ত্রের ওপর কোনো হস্তক্ষেপ মেনে নেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।


এসএইচ