পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পিটিআই নিষিদ্ধের ঘোষণা দেন তথ্যমন্ত্রী। সেই সঙ্গে নিষিদ্ধের বিষয় দেখভালের জন্য সুপ্রিম কোর্টের কাছে সরকারের পক্ষ থেকে জানানো হবে।
সম্প্রতি সুপ্রিম কোর্টের এক আদেশের প্রেক্ষিতে পিটিআই নিষিদ্ধের বিষয়টি প্রকাশ্যে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আদেশে সংরক্ষিত আসনের জন্য দলটিকে যোগ্য ঘোষণা দেয়া হয়। এরপর পাকিস্তান মুসলিম লিগ (এন) নেতৃত্বাধীন সরকার ইমরান খানের দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ জানান, দলটিকে নিষিদ্ধ করার পেছনে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। আরও বলেন, ‘বেশকিছু কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে বিদেশি আর্থিক সহায়তা সংক্রান্ত মামলা, গত ৯ মে'র দাঙ্গাসহ যুক্তরাষ্ট্রে পাস হওয়া নীতিমালার প্রেক্ষিতে আমাদের বিশ্বাস পিটিআইকে নিষিদ্ধ করার অনেক প্রমাণ রয়েছে।’