এশিয়া
বিদেশে এখন
0

শনিবারের বদলে রোববার সন্ধ্যায় মোদির শপথ

আগামী শনিবারের (৮ জুন) পরিবর্তে রোববার (৯ জুন) নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন নরেন্দ্র মোদি। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, আগামী ৯ জুন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণের অনুষ্ঠান হবে।

শনিবার নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এছাড়াও নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনাথকে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মূলত 'নেইবারহুড ফার্স্ট' বা 'প্রতিবেশীই প্রথম' নীতির কারণে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্রের সরকার প্রধানদের।

প্রধানমন্ত্রী হিসেবে মোদির প্রথম মেয়াদের শপথ অনুষ্ঠানে ২০১৪ সালে সার্কভুক্ত সদস্য রাষ্ট্রের সরকার প্রধান ও ২০১৯ সালে বিমসটেকের সদস্য রাষ্ট্রের সরকার প্রধানরা উপস্থিত ছিলেন।

১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি আসন নিয়ে তৃতীয় মেয়াদে সরকার গঠন করছে। প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া জোট আসন পেয়েছে ২৩৪টি।