এশিয়া
বিদেশে এখন
0

আবারও ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ হয়ে আবারও স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পরও একের পর এক নিষিদ্ধ, ঝুঁকিপূর্ণ সমরাস্ত্র তৈরি আর পরীক্ষা করে যাচ্ছে পিয়ংইয়ং।

আজ (বৃহস্পতিবার, ৩০ মে) সুনান এলাকা থেকে পূর্ব উপকূলে অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া। সেগুলো সাড়ে ৩০০ কিলোমিটার পর্যন্ত উড়ে সমুদ্রে গিয়ে পড়ে।

পিয়ংইয়ংয়ের এই কাণ্ডে ক্ষুব্ধ দক্ষিণ কোরিয়া আর যুক্তরাষ্ট্র। জাপান বলছে, উত্তর কোরিয়ার এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা পুরোপুরি জাতিসংঘের নীতিবিরোধী।

এসএস