এশিয়া
বিদেশে এখন
0

আবারও রাখাইন ছেড়েছে ৪৫ হাজার রোহিঙ্গা

মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে রাজ্য ছেড়েছে ৪৫ হাজার রোহিঙ্গা।

জাতিসংঘ বলছে, শিরশ্ছেদ, হত্যা আর সহায় সম্পত্তি জ্বালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে সেনাশাসিত সরকারের বিরুদ্ধে। সংস্থাটি আরও বলছে, নাফ নদী ও বাংলাদেশ সীমান্তের কাছে নিরাপদ কোনো স্থানে আশ্রয় নিয়েছেন তারা।

নভেম্বরে সেনা সরকারের ওপর আরাকান আর্মি হামলা চালানোর পর থেকে দেশটিতে বেড়েছে সংঘাত সহিংসতা। আরাকান আর্মি যুদ্ধ করে যাচ্ছে রাখাইন রাজ্যের সাধারণ মানুষকে রক্ষার জন্য। যেখানে অন্তত ৬ লাখ মুসলিম রোহিঙ্গা আছেন, যারা এই দেশেই থেকে গেছেন। ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর