এশিয়া
বিদেশে এখন
0

ভারতে লোকসভা নির্বাচনের ৫ম দফার ভোটগ্রহণ চলছে

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় আজ (সোমবার, ২০ মে) সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

এই ধাপে ৬টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯ আসনে ৬৯৫ জন প্রার্থী লড়ছেন। ভাগ্য নির্ধারণের দৌড়ে রয়েছেন প্রধান বিরোধীদল ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, বিজেপি নেতা রাজনাথ সিং ও স্মৃতি ইরানি।

এছাড়া পশ্চিমবঙ্গে ভোটের মাঠে দুই তারকা রচনা ব্যানার্জি ও লকেট চট্টোপাধ্যায় লড়াই করছেন। এর আগে গত ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। সাত ধাপে ৫৪৩টি আসনের মধ্যে এখন পর্যন্ত চার ধাপে ৩৭৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে। যেখানে ইতোমধ্যে ৬৬ দশমিক ৯৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে।

এই সম্পর্কিত অন্যান্য খবর