এশিয়া
বিদেশে এখন

আকস্মিক বন্যায় আফগানিস্তানে প্রাণহানি ১৫১

আফগানিস্তানের অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় মারা গেছে অন্তত ১৫১ জন। আহত হয়েছেন অন্তত ১৩৫ জন। পানিবন্দি হয়ে আছে ২ হাজারের বেশি মানুষ। রাজধানীর সঙ্গে বিভিন্ন প্রদেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

আফগানিস্তান তুলনামূলকভাবে শুষ্ক অঞ্চল। ভারি বৃষ্টিতে পানি নিষ্কাশনের ব্যবস্থাও খুব দুর্বল মরুর এই দেশে। সাধারণত আফগানিস্তানে বৃষ্টিপাতের মাস এপ্রিল। সম্প্রতি অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় দেশটি বাড়ছে প্রাণহানির ঘটনা।

শুক্রবার (১০ মে) রাতে আফগানিস্তানের বাঘলান প্রদেশের পাঁচটির বেশি জেলায় ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। আহত শতাধিক মানুষ। এখনো নিখোঁজ অনেকে।

পানির তোড়ে ভেসে গেছে গ্রামের পর গ্রামের ঘরবাড়ি। পানিবন্দি শত শত মানুষ। ২ হাজারের বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাঘলান প্রদেশের ৮০ শতাংশ বাসিন্দা কৃষিকাজের সঙ্গে জড়িত। বন্যার পানিতে তলিয়ে গেছে তাদের বেশিরভাগ জমি। রাস্তাঘাট তলিয়ে রাজধানী কাবুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্গত এলাকায় পাঠানো হয়েছে সহায়তাকারী দল ও হেলিকপ্টার। আরও দুটি ঝড়ের পূর্বাভাস থাকায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি আফগানিস্তান। বিগত কয়েক বছর ধরেই দেশটিতে অতিবৃষ্টির সঙ্গে দেখা দিচ্ছে আকস্মিক বন্যা। বিশেষ করে গ্রামীণ এলাকার ঘরবাড়ি বেশি ঝুঁকিতে আছে।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর