বিশ্ব ক্রিকেটে চলমান নারী-পুরুষের সাম্যের গান। অথচ আফগানিস্তানে পরিস্থিতি ভিন্ন। পুরুষ ক্রিকেট দুর্বার গতিতে এগিয়ে চললেও আফগানিস্তানে বন্ধ নারী ক্রিকেট।
আফগান নারী ক্রিকেটারদের ক্রিকেটে ফেরাতে দফায় দফায় পুরুষ সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। তবে অনড় তালেবান সরকার তাতে বিন্দুমাত্র বিচলিত হয়নি। শেষমেশ বিশেষ পন্থা অবলম্বন করেছে আইসিসি।
বিশেষ এই পদক্ষেপে আফগান নারী ক্রিকেটারদেরকে উচ্চতর প্রশিক্ষণ থেকে শুরু করে উপযুক্ত পরামর্শ, নিয়মিতভাবে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের পাশাপাশি সার্বিক সহায়তা করবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই উদ্যোগে আইসিসির অংশীদার হয়েছে ক্রিকেট বিশ্বের তিন মোড়ল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি মনে করে এই পদক্ষেপ আফগান নারী ক্রিকেটারদের জীবন যাত্রার মানোন্নয়নে সাহায্য করবে।
২০২১ সালে আফগানিস্তানে তালিবানি শাসন জারি হওয়ার পর পুরুষ ক্রিকেট চালু থাকলেও আফগান নারী ক্রিকেটের যাত্রা কার্যত বন্ধ হয়ে যায়। নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে আত্মীয় স্বজন সহ নারী ক্রিকেটাররা পারি জমান অস্ট্রেলিয়ায়। তবে লম্বা সময় মুখ আলোর দেখেনি তাদের ক্রিকেট। অবশেষে আইসিসির বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণায় আবারো ক্রিকেটে ফেরার অপেক্ষায় আফগান নারীরা।