এশিয়া
বিদেশে এখন
0

অন্তর্বর্তীকালীন জামিন পেলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

দেড় মাসের বেশি সময় জেলে থাকার পর অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ (শুক্রবার, ১০ মে) দেশটির সুপ্রিম কোর্ট তাকে ২১ দিনের জামিন দেন।

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও দীপংকর দত্ত দুই পক্ষের মতামত শোনার পর জামিন মঞ্জুর করেন। জামিনে থাকা অবস্থায় নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন কেজরিওয়াল। সুপ্রিম কোর্টের এ রায় আম আদমি পার্টিকে ভোট হাওয়ায় নতুনভাবে উজ্জীবিত করে তুলবে বলে মনে করা হচ্ছে।

এমনকি কেজরিওয়ালের জামিনের খবর পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ২ জুন কেজরিওয়ালকে কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

দিল্লির আবগারি নীতিকাণ্ডে গত ২১ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়েছিল।