গেল কয়েক দিন ধরেই তীব্র তাপপ্রবাহে তাপমাত্রার নতুন নতুন রেকর্ড গড়ছে পশ্চিমবঙ্গের কলকাতা শহর। মঙ্গলবার ৭০ বছরের রেকর্ড ভেঙ্গে কলকতার তাপমাত্রা ছাড়িয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এ পরিস্থিতিতে সংকটে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা।
স্থানীয়রা বলেন, শারীরিক ও মানসিক দুই থেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছি। এই রোদে মানুষের বেঁচে থাকাই কঠিন। সাধারণ মানুষের খুবই কষ্ট হচ্ছে। এ সময় বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না।
এদিকে সংকটে পড়েছেন বাংলাদেশ থেকে ভারতে আসা পর্যটকরাও। অতিরিক্ত গরমে সীমান্তে যাত্রী সংখ্যা কমেছে প্রায় ৭০ শতাংশ। যাত্রী না আসায় ভারতের ব্যাবসায়ীদের অনেকেরই কপালে চিন্তার ভাঁজ।
গরমে সুস্থ থাকতে চিকিৎসক ও পরিবেশবিদদের পরামর্শ- ঠান্ডা জায়গায় অবস্থান করা, যথেষ্ট পানি বা তরল পান করা এবং সুতির জামা কাপড় পড়া।
কলকাতা আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ৫ই মে পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে।