এশিয়া
বিদেশে এখন
0

ভারতের লোকসভা ভোটের তৃতীয় পর্ব ৭ মে

ভারতে সাত দফার ভোটগ্রহণের শেষ হয়েছে মাত্র দুই ধাপ। এরইমধ্যে টানা তৃতীয় মেয়াদে জয়ের আশায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ২০টির বেশি দলের সঙ্গে জোট বেঁধে বিজেপিকে আটকানোর চেষ্টায় আছে রাহুল গান্ধী।

তীব্র তাপদাহে পুড়ছে দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়ার অধিকাংশ দেশ। ভারতে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৪৪ ডিগ্রি। গ্রীষ্মের আবহাওয়ার মতো উত্তপ্ত রাজনীতির মাঠও। কথার লড়াইয়ে তুঙ্গে ভোটের রাজনীতি। জমজমাট আয়োজনে ৭ ধাপের লোকসভা নির্বাচনে ভোট দিবেন প্রায় ৯৭ কোটি ভোটার।

এরইমধ্যে শেষ হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফার ভোট। আগামী ৭ মে তৃতীয় পর্বের ভোটে ভাগ্য পরীক্ষায় নামবেন নরেন্দ্র মোদীর সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ। লড়বেন ডিম্পল যাদব, শিবরাজ সিং চৌহানসহ একাধিক হেভিওয়েট প্রার্থী। যদিও এরইমধ্যে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।

বিভিন্ন জরিপ ও রাজনৈতিক বিশ্লেষকরা এবারের নির্বাচনে আবারও বিজেপিক এগিয়ে রাখছে। তবে পশ্চিমবঙ্গ জয়ে মোদির স্বপ্ন সফল হবে না বলে মত অনেকের। জরিপ বলছে, এবারের নির্বাচনে পশ্চিবঙ্গে তৃণমূল কংগ্রেসের ঘরে যেতে পারে ২৪টি আসন আর বিজেপি পাবে ১৬টি এবং বাম কংগ্রেস জোট পেতে পারে ২টি আসন।

টানা দু'বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হ্যাটট্রিক জয় থামাতে মরিয়া বাকি রাজনৈতিক দল। সভা সমাবেশ মিছিল মিটিং চলছে সবখানেই চলছে পাল্টাপাল্টি কথার লড়াই।

প্রায় দেড় মাস ধরে চলা গণতন্ত্রের এই বৃহৎ উৎসবে লড়ছেন ভারতের জাতীয় ও আঞ্চলিক দলগুলোর হাজার হাজার প্রার্থী। ৫৪৩টি নির্বাচনী আসনে সাত দফায় ভোটপর্ব শেষে কে বসছেন ভারতের মসনদে তা জানা যাবে আগামী ৪ঠা জুন।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর