এশিয়া
বিদেশে এখন
0

উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

মধ্যমপাল্লার কঠিন জ্বালানিবাহী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে 'হোয়াসং সিক্সটিন বি' ক্ষেপণাস্ত্রটি পরমাণু যুদ্ধের গুরুত্বপূর্ণ একটি অস্ত্র। এর আগে দক্ষিণ কোরিয়া আর জাপান জানায়, পূর্ব উপকূলে একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম 'কেসিএনএ'র প্রকাশিত ছবিতে দেখা গেছে, হোয়াসং পরীক্ষার সময় উৎক্ষেপণ স্থানের কাছাকাছি ছিলেন কিম জং উন। বিভিন্ন পাল্লার পরমাণু শক্তিধর কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র তৈরি করেছে উত্তর কোরিয়া।

শত্রু দেশ যুক্তরাষ্ট্র, জাপান আর দক্ষিণ কোরিয়াকে টেক্কা দিতে আরও সমরাস্ত্র তৈরি করবে উত্তর কোরিয়া।

এসএস