ধর্ম , এশিয়া
বিদেশে এখন
0

বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড মসজিদ সৌদি আরবে

সৌদি আরবের জেদ্দায় নির্মাণ করা হলো বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড মসজিদ। ব্যবসায়ী ওয়াজানাত মুহাম্মদ আবদেল ওয়াহেদ ভালোবেসে প্রয়াত স্বামী আব্দুল আজিজ আবদুল্লাহ'র নামে যুগান্তকারী এ মসজিদটি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। ইতোমধ্যেই মসজিদে বেজে উঠেছে আজানের ধ্বনি। নামাজ আদায়ও শুরু করেছেন মুসল্লিরা।

৫ হাজার ৬০০ বর্গমিটার এলাকা জুড়ে মসজিদটি নির্মাণে কাজ করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান গুয়ানলি। প্রতিষ্ঠানটির ৪টি থ্রিডি প্রিন্টার ব্যবহার করে মসজিদ নির্মাণে সময় লেগেছে ৬ মাস।

স্বামীকে উৎসর্গ করে বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড মসজিদ নির্মাণ করে সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নে অংশীদার হয়ে থাকতে চান ওয়াজানাত। মসজিদটি তৈরির ক্ষেত্রে অভ্যন্তরীণ এবং বাইরের নান্দনিক সৌন্দর্য যেন মুসল্লিদের মনে প্রশান্তি এনে দিতে সহায়ক হয়, সেই উপলব্ধি থেকে এর নকশা করা হয়েছে বলেও জানান তিনি।

বিশ্বে নজির স্থাপন করার পাশাপশি, নির্মাণশৈলীতে প্রযুক্তিগত অগ্রগতিতে সৌদি আরবের অবস্থানকে শক্তিশালী করেছে বলে দাবি ওয়াজানাতের।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর