এডেন উপসাগরে যুক্তরাজ্যের মালিকানাধীন তেলবাহী ট্যাংকারে হুতি বিদ্রোহীদের হামলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ভারতীয় নৌবাহিনীর একটি দল। জাহাজে থাকা ২২ ভারতীয় ও এক বাংলাদেশি নাবিকের সবাইকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) হুতিদের হামলায় মার্লিন লুয়ান্ডা নামের জাহাজটির একপাশে আগুন ধরে যায়। সংকেত পেয়ে জাহাজটি উদ্ধারে দ্রুত এগিয়ে আসে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তম। ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ভারতীয় নৌবাহিনীর ফায়ার ফাইটিং দল। সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সঙ্গে কাজ করছে ভারত। এডেন উপসাগরের ৬০ নটিক্যাল মাইল দক্ষিণপূর্বে থাকার সময় জাহাজটিতে ক্ষেপনাস্ত্র হামলা হয়। হুতিরা পশ্চিমাদের আগ্রাসনের জবাব দিতে শুক্রবার জাহাজটিতে হামলা চালায়।