ভ্রমণ , এশিয়া
বিদেশে এখন
0

কাতারের ‘সুন্দরবনে’ বাংলাদেশিদের ভিড়

কাতারের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পার্পল আইল্যান্ড বিচ। ছুটির দিনগুলোতে সেখানে প্রবাসী বাংলাদেশিদের বেশ ভিড় দেখা যায়। এই বিচে রয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট, যার সঙ্গে সুন্দরবনসহ উপকূলীয় জলাবনের মিল রয়েছে।

কাতারের উত্তরপূর্ব উপকূলীয় এলাকা আল খোর। রাজধানী দোহা থেকে ৫০ কিলোমিটার দূরের এ শহরে জনপ্রিয় একটি পর্যটনকেন্দ্র পার্পল আইল্যান্ড বিচ।

পর্যটকরা বলেন, এখানে আসলে বাংলাদেশের আমেজ পাওয়া যায়। অনেকটা কক্সবাজারের মতো সবুজ শ্যামল। আমরা পার্পল এরিয়া নামে একটি আইল্যান্ডে এসেছি, সবাই মিলে আনন্দ করছি।

ম্যানগ্রোভ ফরেস্ট বা জলাবন পার্পল আইল্যান্ড বিচের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তাই দূর দেশটিতে বাস করা অনেক প্রবাসী বাংলাদেশি কর্মব্যস্ততার মাঝে সেখানে ছুটে যান। ভিনদেশে জন্মভূমির আবহ উপভোগ করতে ছুটির দিনে পরিবার, স্বজন, বন্ধুদের সঙ্গে সময় কাটানোর প্রিয় ঠিকানা এটি।

কাতার প্রবাসীরা বলেন, ‘আমরা ছুটি পেলেই এখানে ঘুরতে আসি। এখানকার দৃশ্য দেখতে বাংলাদেশের মতো। একেবারে সুন্দরবনের মতো এটি, বলা যায় মিনি সুন্দরবন।’

পার্পল আইল্যান্ড বিচে ম্যানগ্রোভ ফরেস্ট ছাড়াও ছোট ছোট পাহাড় আছে। হেঁটে হেঁটে প্রকৃতির সৌন্দর্য উপভোগের জন্য চারপাশে রয়েছে কাঠের সেতু।

এসএস