কলকাতায় আন্তর্জাতিক বইমেলা শুরু হবে বৃহস্পতিবার

এশিয়া
বিদেশে এখন
0

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) কলকাতায় শুরু হবে ৪৭তম আন্তর্জাতিক বইমেলা।

বিকেল ৪টায় মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও অতিথিরাও।

এ অবস্থায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পশ্চিমবঙ্গের এই বই মেলায় ব্রিটেন, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ইতালি, রাশিয়া, স্পেনসহ ২০টি দেশের স্টল থাকবে। বাংলাদেশ প্যাভিলিয়নে থাকবে প্রায় ৫০টি প্রকাশনা সংস্থার স্টল।

মেলা উপলক্ষে যাতায়াত সুবিধার আওতায় শিয়ালদহ থেকে রাখা হয়েছে সরাসরি মেট্রো পরিষেবা। এছাড়াও থাকছে বিশেষ বাস ও ক্যাব পরিষেবা। মেলার সুরক্ষায় নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

সল্টলেকের করুণাময়ী মাঠে আয়োজিত মেলাটি ৩১ জানুয়ারি পর্যন্ত চলার কথা রয়েছে।

এসএস