শুক্রবার রাতেও দিল্লির গড় তাপমাত্রা ছিল ৩.৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল ৩.৪ ডিগ্রি।
স্থানীয়রা বলেন, কুয়াশা এতো ঘন যে কিছুই দেখতে পাচ্ছি না। সর্দি-কাশিসহ নানা রোগ বাড়ছে।
এদিকে দিল্লি বিমানবন্দরে বিলম্বিত বেশকিছু ফ্লাইট। আর দিল্লিসহ দেশের বিভিন্ন অঞ্চলে এমন আবহাওয়ার কারণে এক থেকে ছয় ঘণ্টা বিলম্বিত দিল্লিগামী ১৮টি ট্রেন।
এক ট্রেন যাত্রী বলেন, ‘রাত ১০টায় রওনা দিয়েছিলাম, সকাল ৭টার মধ্যে দিল্লিতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু সকাল ৯টায় পৌঁছেছি। অনেক কুয়াশা ছিল, সেজন্য ট্রেন দুই ঘণ্টা দেরিতে পৌঁছেছে।’
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৯টার দিকে দিল্লির বায়ু মান সূচক ছিল ৩৬৫।
শীত আর কুয়াশার কারণে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় ও রাজস্থানে হলুদ সতর্কতা জারি রয়েছে। এছাড়া উত্তর প্রদেশের পূর্বাঞ্চল, মধ্য প্রদেশ, বিহার, আসাম, পশ্চিমবঙ্গের অংশবিশেষ আর অন্ধ্র প্রদেশের অনেক এলাকায় কুয়াশার কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।