এশিয়া
বিদেশে এখন
ফিলিপাইনে বোমা হামলায় নিহত ৩
রোববার (৩ ডিসেম্বর) ক্যাথলিক ধর্মাবলম্বীদের জমায়েতে বোমা হামলায় দেশটির মারাউই শহরে প্রাণ গেছে কমপক্ষে তিনজনের, আহত হয়েছেন নয়জন।

মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির জিমনেশিয়ামে এ বিস্ফোরণ ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থগিত করা হয়েছে, ক্যাম্পাসে জোরদার করা হয়েছে নিরাপত্তা।

এ ঘটনার নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র। তিনি অভিযোগ করেছেন, এ ঘটনার সঙ্গে ‘বিদেশি জঙ্গিরা’ জড়িত। প্রেসিডেন্ট মার্কোস বলেছেন, কঠোর ভাষায় বিদেশি জঙ্গিদের দ্বারা সংঘটিত এ জঘন্য হামলার নিন্দা জানানো হচ্ছে। যেসব উগ্রবাদী নিরীহ মানুষের ওপর সহিংসতা চালায়, সমাজে তারা সবসময় শত্রু হিসেবেই বিবেচিত হবে।

২০১৭ সালে জঙ্গিগোষ্ঠী আইএসের সঙ্গে প্রায় পাঁচ মাস যুদ্ধ হয়েছিল মারাউই শহরে। এরপর সেখানে রক্তক্ষয়ী যুদ্ধের পর ফের নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফিলিপাইনের সরকারি বাহিনী। ধারণা করা হচ্ছে, প্রতিশোধ নিতে আইএস সমর্থকরাই এ হামলা চালিয়েছে।

এমএসআরএস