সোমালিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

.
আফ্রিকা
বিদেশে এখন
0

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএসকে লক্ষ্য করে আফ্রিকার সোমালিয়ায় বিমান হামলার চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই চালানো হয়েছে এ অভিযান।

বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে রয়টার্স। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর বিদেশের মাটিতে এটিই ট্রাম্পের প্রথম অভিযান। দেশটির নৌ ও সেনাবাহিনীর যুদ্ধযান দিয়ে চালানো হয় এ হামলা।

ট্রাম্প জানান, সোমালিয়ায় মার্কিন হামলায় নিহত হয়েছে আইএসের বেশ কয়েকজন জ্যৈষ্ঠ সদস্য। তবে কোনো বেসামরিক নাগরিক এতে হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।

যদিও সোমালিয়ায় আইএসের সংখ্যা বেশ কমে গেছে বলে দাবি আন্তর্জাতিক সংবাধ্যমগুলোর। তবে দেশটিতে আল-কায়েদা ঘেঁষা আল-শাবাব গোষ্ঠীর সদস্য রয়েছে বেশ উল্লেখযোগ্য সংখ্যায়।

এএম