আফ্রিকা
বিদেশে এখন
0

নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নেতুম্বো নান্দি নাদাইতওয়া

আফ্রিকান দেশ নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নেতুম্বো নান্দি নাদাইতওয়া। তিনি দেশটির ক্ষমতাসীন এসডব্লিউএপিও দলের নেত্রী ছিলেন।

৭২ বছর বয়সী এই নেত্রী দেশটির ভাইস প্রেসিডেন্ট পদের দায়িত্বে ছিলেন। এই দলের নেতৃত্বে ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীন হয় নামিবিয়া। এরপর ৩৪ বছর ধরে ক্ষমতায় আছে দলটি।

প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থী নান্দি পেয়েছে ৫৭ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট পেয়েছেন মাত্র ২৬ শতাংশ।

নির্বাচনে জিতে নান্দি নাদাইতওয়া বলেন, নামিবিয়ার জনগণ শান্তি ও স্থিতিশীলতার পক্ষে ভোট দিয়েছেন।

এএইচ