দেশটির রাজধানী বাঙ্গুইয়ের কাছে এমপোকা নদীতে স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে। শনিবার (২০ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি। যাত্রীদের বেশিরভাগই একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যাচ্ছিলেন।
দুর্ঘটনার একটি ভিডিও স্যোশাল মিডিয়াল ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ফেরিডুবির পরপরই অনেকে নদীতে লাফ দেন। অনেকেই সাঁতরে তীরে পৌঁছানোর চেষ্টা করেন। উদ্ধারকারিরা এখনও পর্যন্ত ৫৮ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শীর ভাষায়, ‘এইমাত্র যা ঘটেছে তা ছিল ভয়ঙ্কর। এই দুর্ঘটনায় সাতজন আত্মীয়কে হারিয়েছে আমি এমন একটি পরিবারকে চিনি।’
ফেরি দুর্ঘটনার পর বেঁচে যাওয়া বহু মানুষ বাঙ্গুইয়ের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।