বিজয়া দশমীতে নৌকাডুবি: নিখোঁজ দুই শিশুর একজনের মরদেহ উদ্ধার

বিজয়া দশমীতে গাজীপুরের তুরাগ নদের ছবি
বিজয়া দশমীতে গাজীপুরের তুরাগ নদের ছবি | ছবি: সংগৃহীত
0

বিজয়া দশমীতে তুরাগ নদে নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হওয়ার একদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ (শুক্রবার, ৩ অক্টোবর) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই শিশু কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার প্রভাস মনি দাসের মেয়ে অঙ্কিতা মনি দাস (৪)। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে একই এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে তন্ময় (৯)। 

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল (বৃহস্পতিবার, ২ অক্টোবর) বিকেলে বিজয়া দশমীতে বিসর্জনের সময় হিজলতলী এলাকার একটি নৌকা ডুবে যায়।

আরও পড়ুন:

এসময় বেশিরভাগ লোকজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও চার বছরের শিশু অঙ্কিতা ও ৯ বছরের তন্ময় নামের দুই শিশু নিখোঁজ হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে।

তবে রাত ৮টা পর্যন্ত তাদের না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়। আজ সকাল থেকে ফের অভিযান শুরু হলে সকাল সাড়ে ৯টার দিকে চাপাইর ব্রিজের পাশে ডুবে যাওয়া নৌকার নিচ থেকে শিশু অঙ্কিতার মরদেহ পাওয়া যায়। 

নিখোঁজ তন্ময়ের সন্ধানে এখনও অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

এসএইচ