লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৪ বাংলাদেশি নিহত

নৌকাডুবিতে  অভিবাসীদের উদ্ধারকাজ চলছে
নৌকাডুবিতে অভিবাসীদের উদ্ধারকাজ চলছে | ছবি: সংগৃহীত
0

গত বৃহস্পতিবার লিবিয়া উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের নৌকাডুবির ঘটনায় প্রাণ গেছে ৪ বাংলাদেশির। গতকাল (শনিবার, ১৫ নভেম্বর) লিবিয়ান রেড ক্রিসেন্টের তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আল-জাজিরা।

তবে জীবিত উদ্ধার করা হয়েছে সুদান, মিশর ও বাংলাদেশ থেকে আসা ৯১ অভিবাসী ও আশ্রয়প্রার্থীকে। লিবিয়ার রেড ক্রিসেন্ট জানিয়েছে, বৃহস্পতিবার লিবিয়া উপকূলে পরপর ডুবে যায় অভিবাসী বোঝাই দু'টি নৌকা। প্রথম নৌকায় যে ২৬ জন বাংলাদেশি ছিলেন তাদের মধ্যে ৪ জন মারা গেছেন। আর, দ্বিতীয় নৌকায় ছিল সুদান ও মিশর থেকে আসা ৬৯ অভিবাসন প্রত্যাশী। ঐ ৪ বাংলাদেশি বাদে বাকি সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে আল জাজিরা। এরমধ্যে ৮ শিশু ছিল বলে জানানো হচ্ছে।

আরও পড়ুন:

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, লিবিয়ায় নিহত বাংলাদেশিদের মরদেহ উপকূলীয় শহর খোমসের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। উদ্ধারকৃত ২৬ জনকে তাজুরা ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে মর্মে দূতাবাস অবহিত হয়েছে। দূতাবাস উদ্ধারকৃত ২৬ জন ও নিহত চারজনের পরিচয় শনাক্তে স্থানীয় কর্তৃপক্ষের সাথে কাজ করছে।

লিবিয়ান রেড ক্রিসেন্ট আরও নিশ্চিত করেছে রাজধানী ত্রিপলী থেকে ১১৮ কিলোমিটার দূরে শহর আল-খুমসের উপকূলের কাছে এই দুর্ঘটনা ঘটে।

ইএ