গ্রিনল্যান্ড আক্রমণে পরিকল্পনার নির্দেশ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

এবার গ্রিনল্যান্ড আক্রমণের পরিকল্পনার ছক আঁকতে স্পেশাল ফোর্সের কমান্ডারদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যের ডেইলি মেইলের বরাত দিয়ে টিআরটি নিউজ জানিয়েছে, ট্রাম্প স্পেশাল ফোর্সকে এ নির্দেশ দিলেও সেনাবাহিনীর বড় কর্মকর্তারা এর বিরোধিতা করেছেন। তারা জানিয়েছেন, এর আইনগত বৈধতা নেই। কংগ্রেসের অনুমতি নেই বলেও জানান সেনা কর্মকর্তারা।

আরও পড়ুন:

এদিকে শুক্রবার গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলের নেতারা জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না। আর ‌একইদিনে ট্রাম্প হোয়াইট হাউজে বলেন, গ্রিনল্যান্ডে তারা কিছু করতে যাচ্ছেন। সেটা সেখানকার বাসিন্দারা পছন্দ করুক বা না করুক। যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল না করলে চীন বা রাশিয়া এটি দখল করে নেবে বলেও মনে করেন মার্কিন প্রেসিডেন্ট।

ইএ