এক সপ্তাহ আগেই মাদুরোকে আত্মসমর্পণ করতে বলেছিলাম: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ও নিকোলাস মাদুরো
ডোনাল্ড ট্রাম্প ও নিকোলাস মাদুরো | ছবি: এখন টিভি
0

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এক সপ্তাহ আগেই আত্মসমর্পণ করতে বলেছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় মার্কিন অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ‘আটক’ এর বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

ট্রাম্প জানান, এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে কথা হয়েছিল তার। ওই সময় তাকে বলেছিলেন ‘তোমাকে হাল ছেড়ে দিতে হবে, তোমাকে আত্মসমর্পণ করতে হবে।’

আরও পড়ুন:

‘আমরা চার দিন আগে এটি করতে চেয়েছিলাম কিন্তু আবহাওয়া ঠিক ছিল না’, ফক্স নিউজকে বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘ভেনেজুয়েলার তেল শিল্পের অগ্রগতিতে আমেরিকা জোরালোভাবে যুক্ত থাকবে।’

তিনি আরও বলেন, ‘যখন মাদুরোকে বন্দি করা হয়েছিল, তখন তিনি এমন একটি বাড়িতে ছিলেন যা ঘরের চেয়ে দুর্গের মতো ছিল যেখানে চারপাশে শক্ত ইস্পাত ছিল।’

ভেনেজুয়েলায় হামলার সময় কিছু লোক আহত হয়েছে কিন্তু কোনও মৃত্যু হয়নি বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

এএইচ