পেজেশকিয়ানের অভিযোগ, ইরানের সমৃদ্ধির বিরোধিতা করে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইউরোপ। এসময় তিনি স্পষ্ট করে বলেন, যদি শত্রুপক্ষ ইরানের ভূখণ্ডে হামলা চালায় তাহলে এর বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে তেহরান।
আরও পড়ুন:
এছাড়া, শত প্রতিকূলতার মধ্যেও ইরানের সেনাবাহিনীর সদস্যরা সর্বোচ্চ শক্তি দিয়ে এগিয়ে যাবে বলেও জানান পেজেশকিয়ান। গত জুনে ইরানের একাধিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এছাড়া, সেপ্টেম্বরে ইরানের পরমাণু কর্মসূচির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পক্ষে সিদ্ধান্ত জানায় পশ্চিমা বেশ কয়েকটি দেশ।





