পাকিস্তান সেনাবাহিনীর চারজন কর্মকর্তার বরাতে এ তথ্য দিয়েছে রয়টার্স। গেল সপ্তাহে লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেঙ্গাজিতে লিবিয়ান ন্যাশনাল আর্মি ডেপুটি কমান্ডার-ইন-চিফ সাদ্দাম খলিফা হাফতার সঙ্গে একটি বৈঠক করেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এ বৈঠকের পরই লিবিয়ার সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান।
আরও পড়ুন:
চুক্তি অনুযায়ী, এলএনএ-এর কাছে ১৬টি ‘জে এফ-১৭’ যুদ্ধ বিমান, ১২টি ‘সুপার মুশাক’ প্রশিক্ষণ বিমান বিক্রি করা হবে। এছাড়াও স্থল, সমুদ্র ও বিমান বাহিনীর অন্যান্য সরঞ্জামের বিক্রির বিষয় আছে চুক্তিতে। আড়াই বছরের মধ্যে এ যুদ্ধাস্ত্রগুলোকে লিবিয়ায় পাঠানো হবে।





