জানা গেছে, ২০২৩ সালে নার্গিস মোহাম্মাদি কারাগারে থাকা অবস্থায় তার আইনজীবী হিসেবে পাশে ছিলেন খসরু আলীকোর্দি। চলতি মাসের শুরুতে এ আইনজীবী মারা গেছেন। তার স্মরণ সভায় অংশ নিতে গিয়েই গ্রেপ্তার হয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস।
আরও পড়ুন:
গত দুই দশকের বেশির ভাগ সময় তিনি তেহরানের কুখ্যাত অ্যাভিন কারাগারে বন্দি ছিলেন। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন ইরানের এ নারী। এ কারাগারে সাধারণত সরকার-বিরোধী ও সমালোচকদের রাখা হয়।





