ইরানে শান্তিতে নোবেল জয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদি
ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদি | ছবি : সংগৃহীত
0

ইরানি মানবাধিকারকর্মী ও ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মাদিকে আবারও গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গতকাল স্থানীয় সময় (শুক্রবার, ১২ ডিসেম্বর) মাশহাদ শহরে এক স্মরণ সভায় অংশ নেয়ার সময় ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে প্যারিসভিত্তিক নার্গিস ফাউন্ডেশন।

জানা গেছে, ২০২৩ সালে নার্গিস মোহাম্মাদি কারাগারে থাকা অবস্থায় তার আইনজীবী হিসেবে পাশে ছিলেন খসরু আলীকোর্দি। চলতি মাসের শুরুতে এ আইনজীবী মারা গেছেন। তার স্মরণ সভায় অংশ নিতে গিয়েই গ্রেপ্তার হয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস।

আরও পড়ুন:

গত দুই দশকের বেশির ভাগ সময় তিনি তেহরানের কুখ্যাত অ্যাভিন কারাগারে বন্দি ছিলেন। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন ইরানের এ নারী। এ কারাগারে সাধারণত সরকার-বিরোধী ও সমালোচকদের রাখা হয়।

এফএস